৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩২
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩২

কোদালকাটি ইউনিয়নে বজ্রপাতে বাবার মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে তার ছেলে।

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে বজ্রপাতে বাবার মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে তার ছেলে।নিহত পিতার নাম গোলাম হোসেন (৫৫) এবং আহত হয়েছে তার পুত্র সাইজুল ইসলাম (৩৫)।এলাকাবাসী ও রাজিবপুর হাসপাতাল সুত্রে জানা যায়,মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের সাজাই সরকার পাড়ায় বাবা ও ছেলে দুইজন মিলে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়।সেসময় তাৎক্ষণিক সেখানে প্রচন্ড ঝড় ও বজ্রপাত ঘটে। এতে গোলাম হোসেন (৫৫) ও তার ছেলে সাইজুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন।ঘটনার পরপরই এলাকাবাসীরা দ্রুত বাবা ও ছেলে দুজনকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গোলাম হোসেনকে মৃত ঘোষনা করেন।একই সাথে ছেলে সাইজুলকে চিকিৎসা দিলে সুস্থ্য হয়ে বাড়ি যান।

Facebook
Twitter
LinkedIn