২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩৪

কোরবানির ঈদ হবে ২৯শে জুন

বাংলাদেশের আকাশে সোমবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯শে জুন (বৃহস্পতিবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।

সোমবার (১৯শে জুন) সন্ধ্যায় সভা শেষে এই তথ্য জানায়  জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জামাদ্দার।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ( মঙ্গলবার) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর  আগামী ২৯শে জুন কোরবানির ঈদ উদযাপিত হবে।

Facebook
Twitter
LinkedIn