কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে উড়ন্ত সুচনা করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। বুধবার আল থুমামা স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে বিদ্ধস্ত করেছে স্পেন।
এবারের বিশ্বকাপের স্কোয়ডে অভিজ্ঞ খেলোয়াড় নেই স্পেনের। তবে, তারুণ্য নির্ভর দলটির বিপক্ষে পাত্তাই পায়নি কোস্টারিকা। খেলার শুরু থেকেই স্প্যানিশদের আক্রমণাত্মক ফুটবলে চাপের মুখে থাকে কোস্টারিকা। প্রথমার্ধেই ৩টি গোল হজম করতে হয় তাদের। স্পেনের পক্ষে ড্যানি অলমো, মার্কো এসেনসিও ও ফেরান টরেস একটি করে গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্পেন।
মাঠের লড়াইয়ে আধিপত্য বিস্তার করে দ্বিতীয়ার্ধেও খেলেছে স্পেন। দলের পক্ষে পেনাল্টিতে আবারো গোল করে নিজের জোড়া গোল তুলে নেন ফেরান টরেস। আর দ্বিতীয়ার্ধে স্পেনের পক্ষে একটি করে গোল করে জাভি, কার্লোস সোলার ও আলভারো মোরাতা।
এদিকে, খেলার পুরো সময়ই কোস্টারিকা স্পেনের জালে বল জড়াতে ব্যর্থ থাকলে ৭-০ গোলের বড় জয় দিয়েই এবারের বিশ্বকাপে যাত্রা শুরু হলো স্পেনের।