২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:২৯

ক্যাটরিনাকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ

মালদ্বীপে ক্যাটের জন্মদিন উদযাপন সেরে দেশে ফিরতে না ফিরতেই ইনস্টাগ্রামে হুমকি পান এই দম্পতি। সোমবার ভিকি সান্তাক্রুজ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ মঙ্গলবার জানিয়েছে, ভিকির অভিযোগের ভিত্তিতে মানবিন্দর সিং নামের এক যুবককে মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলির একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মানবিন্দর সিং নিজেও একজন অভিনেতা, তার বাড়ি উত্তরপ্রদেশের লখনৌতে। মুম্বাইয়ের টিভি সিরিজ আর চলচ্চিত্রে সুযোগ পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তবে হুমকির পেছনে রয়েছে ক্যাটের প্রতি তার অন্ধ প্রেম।

মানবিন্দর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বার্তা পাঠাতেন ক্যাট আর ভিকিকে। ইনস্টাগ্রামে তিনি দাবি করতেন, তিনি ক্যাটকে বিয়েও করেছেন।

ক্যাটরিনার ছবির সঙ্গে নিজের ছবিজুড়ে দিয়ে সেসব তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেন।

ভিকির করা মামলার অভিযোগে বলা হয়, মানবিন্দর তাকে হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা ছাড়াও তাদের দুজনকে ফোনেও হুমকি দিয়েছেন।

এমনকি ক্যাটরিনাকে এও বলেছিলেন, প্রয়োজনে তার বোন ইসবেলা কাইফের সঙ্গে ‘অপ্রীতিকর’ কিছু ঘটিয়ে ফেলতে পারেন।

Facebook
Twitter
LinkedIn