২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪০
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৪০

ক্যামেরুনে ভূমিধসে ১৪ জন নিহত

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে ভূমিধসে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের সময় এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্যামেরুনের কেন্দ্রীয় অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, মরদেহগুলোকে সেন্ট্রাল হাসপিটালে পাঠানো হয়েছে। এখনও কেউ নিখোঁজ আছে কি-না তার খোঁজ করা হচ্ছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, কয়েক ডজন লোক অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছিলেন। ২০ মিটার উঁচু মাটির বাঁধের গোড়ায় শেষকৃত্যানুষ্ঠান চলাকালে মাটির খণ্ড তাদের ওপর ধসে পড়ে। তখন এই হতাহতের ঘটনা ঘটে।

প্রসঙ্গত, ইয়াউন্ডেতে আফ্রিকার অন্যতম স্যাঁতসেঁতে শহর এবং এটি কয়েক ডজন খাড়া পাহাড়বেষ্টিত। চলতি বছর ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি বিধ্বংসী বন্যার কবলে পড়েছে ক্যামেরুন, যা অবকাঠামোগত ক্ষতি করেছে। পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে হাজারো মানুষ।

Facebook
Twitter
LinkedIn