নিউমার্কেটে ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়নি। ব্যবসায়রী দোকান না খুললেও দোকানের সামনে অবস্থান করছেন। ঢাকা কলেজের সামনের মিরপুর রোডের যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকাল এগারোটার দিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, নিউমার্কেট, চন্দ্রিমা, গাউছিয়া, চাঁদনীচক, ধানমন্ডি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট না খুললেও তারা দোকানের সামনে অবস্থান করছেন। তারা বলছেন তাদের মধ্যে চাপা আতঙ্ক কাজ করছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম. কাইয়ুম গণমাধ্যমকে বলেন, ব্যবসায়ীরা দোকান খুলতে চায়, কিন্তু কখন তারা খুলতে পারবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। সংঘর্ষ এড়াতে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।
ঢাকা কলেজ ক্যাম্পাস ঘুরেও শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়নি। শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন। এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) এটিএম মইনুল হোসেন বলেন, আজকেই শেষ ক্লাস ছিলো আমাদের। আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়ে নিজেরাই চলে যাবে। চাপ প্রয়োগ করে শিক্ষার্থীদের আজকেই হল ছাড়তে বাধ্য করছি না। তবে শিক্ষার্থীদের আমরা রাস্তায়ও আসতে দিবো না।