২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০৭
২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ৩রা শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ২:০৭

ক্যারিয়ারে খারাপ সময় আসবেই’

কদিন আগেই মন খারাপের খবরে শিরোনাম হয়েছিলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। তার নতুন সিনেমা ‘অশ্বত্থামা’ শুটিং ফ্লোরে গড়ানোর আগেই বন্ধ হয়ে গেছে। তবে এবার সেই মন খারাপের অবসান ঘটতে যাচ্ছে। নতুন একটি সিনেমা যুক্ত হতে যাচ্ছে তার ক্যারিয়ারে।—এমনটাই আলোচনা চলছে বলিপাড়ায়।

জানা গেছে, সম্প্রতি ম্যাডক ফিল্মসের অফিসে গিয়েছিলেন সারা। সেখান থেকে বেরিয়ে তার ভক্তদের ভালো কিছুর ইঙ্গিত দেন তিনি। আর এতেই সিনেপ্রেমী থেকে শুরু করে বলিউডে খবর চাউর হয়েছে চমক নিয়ে আসছেন সারা।

এ নিয়ে সারা বলেন, ‘অশ্বত্থামা সিনেমাটি ফ্লোরে না গড়ানোয় মন খারাপ হয়েছিল। মনকে বুঝিয়েছি ক্যারিয়ারে খারাপ সময় আসবেই! তবে এবার হয়তো কিছু হারিয়ে নতুন প্রাপ্তিযোগ হতে যাচ্ছে। কিন্তু এখনই এ নিয়ে কিছু বলতে চাই না। আপাতত বিষয়টি জল্পনাতেই থাক। চমকের জন্য অপেক্ষা করুন।’

এদিকে আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাবে সারা, অক্ষয় ও ধানুশ অভিনীত ‘আতরাঙ্গি’ সিনেমাটি।

Facebook
Twitter
LinkedIn