১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৯
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৯

ক্লাব বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে

৩২ দলকে নিয়ে পরিকল্পিত ক্লাব বিশ্বকাপের প্রথম আসর আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালে হবে প্রথমবারের মতো বড় পরিসরের এই ক্লাব বিশ্বকাপ। গতকাল (শুক্রবার) ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে আমেরিকাকে ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজক ঘোষণা করেছে।

পরপর তিন বছরে যুক্তরাষ্ট্রে তিনটি বড় ফুটবল আসর আয়োজন নিশ্চিত হলো এতে। ২০২৪ সালে কোপা আমেরিকা আয়োজন করবে তারা। ২০২৬ সালে কানাডা ও মেক্সিকোর সঙ্গে তারা বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক।

গত মার্চে ফিফা জানায়, ২০২৫ সাল থেকে চার বছর পরপর অনুষ্ঠিত হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ক্লাব বিশ্বকাপকে সত্যিকার অর্থেই বৈশ্বিক রূপ দিতে ও টুর্নামেন্টের আবেদন আরও বাড়াতে এই উদ্যোগ নেয় তারা। এখনকার ৭ দলের ক্লাব বিশ্বকাপ বিলুপ্ত হয়ে যাবে এই বছরের পর থেকে।

নতুন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। 

Facebook
Twitter
LinkedIn