Search
১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ১০ই রমজান, ১৪৪৬ হিজরি / রাত ৩:৪৮

কয়রায় বেড়িবাঁধ ভেঙে নদীতে, তলিয়ে যেতে পারে ১৪ গ্রাম

পার্শ্ববর্তী সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরে ব্যাপক নদীভাঙনের পর খুলনার কয়রা উপজেলায়ও ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে জেলার দক্ষিণ বেদকাশী এলাকায় বাঁধে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। নদীতে চলে গেছে বাঁধের দুই-তৃতীয়াংশ। 

রোববার (১৭ জুলাই) সকালে ভাঙন শুরু হয়। দুপুরের মধ্যে জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে ভাটার সময় বেড়িবাঁধ ভেঙে গেছে। ওয়াপদায় বেড়িবাঁধের কাজ চলছিল। হঠাৎ করে নদীভাঙনে বাঁধ ভেঙে গেছে। ফলে জোয়ারের সময় বেদকাশি ইউনিয়নের ১৪টি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার বলেন, ভোর ৪টার দিকে চরামুখা খালের এক পাশের রাস্তা ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘ দিন ধরে নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা আবারও প্লাবিত হতে পারে।

Facebook
Twitter
LinkedIn