বাংলাদেশকে ৩১০ রানে অলআউট করে সিলেট টেস্টে প্রথম ইনিংসের জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে শেষ খবর পর্যন্ত কিউইদের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান।
প্রথম দিনের ৩১০ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে পুনরায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। পেসার টিম সাউদি দিনের প্রথম বলেই শরিফুল ইসলামকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। ১৩ রান করে আউট হন শরিফুল। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম। টাইগার ইনিংসে মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৮৬ রান করেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাট থেকে আসে সমান ৩৭ রান করে।
অভিষিক্ত শাহাদাত হোসেন করেন ২৪ রান। কিউই বোলিংয়ে অফ স্পিনার গ্লেন ফিলিপ্স ৫৩ রানে চার উইকেট নিয়ে সেরা সাফল্য পান। পেসার কাইল জেমিসন ও বাঁ-হাতি স্পিনার আজাজ প্যাটেল নেন দুটি করে উইকেট। স্পিনিং ট্র্যাকে দুই কিউই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ের সতর্কতার সঙ্গে ব্যাটিং শুরু করেন। ইনিংসের দ্বিতীয় ওভারে কনওয়ের বিপক্ষে রেগ বিফোরের রিভিউ নিয়ে ব্যর্থ জন অফস্পিনার মেহেদি মিরাজ।