Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:০৯

খালেদা জিয়ার মুক্তির আবেদন আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

খালেদা জিয়ার মুক্তির আবেদনপত্রে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। তবে আইন মন্ত্রণালয় কী মতামত দিয়েছে, তা জানা যায়নি।

গতকাল মঙ্গলবার বেলা ৩টায় আইনমন্ত্রীর দপ্তর থেকে এ-সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর বাকিটা নির্ভর করছে। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য মুক্তি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর আবেদন করা হয়েছিল। পরবর্তীকালে আইনগত মতামত জানতে চেয়ে আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি আমার কাছে এসেছিল। আমি তাতে মতামত দিয়ে মঙ্গলবার বেলা ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছি। এটি এখন চূড়ান্ত মতামতের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। এর পরই বিষয়টি চূড়ান্ত হবে খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন কি যাবেন না। এর আগে কিছু বলা ঠিক হবে না বলেও জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn