লিভারের সমস্যার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বলে জানিয়েছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। তারা জানায়, খালেদা জিয়াকে বর্তমানে যে চিকিৎসা দেয়া হচ্ছে তা সাময়িক চিকিৎসা। তার লিভার প্রতিস্থাপন করতে হবে, এ চিকিৎসা দেশে সম্ভব নয়। বিদেশে পাঠাতে হবে। এভারকেয়ার হাসপাতালের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর তুলে ধরেন এ কথা জানান তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
তারা বলেন তাঁর লিভারের সঠিক ও পর্যাপ্ত চিকিৎসা না হলে অবস্থার অবনতি হতে পারে। এই চিকিৎসা এদেশে সম্ভব নয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত দুই মাস ধরে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৯ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭৮ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন রাত পৌনে ৩টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।