২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৩

খিলগাঁওয়ের তালতলায় বিআরটিসি বাসে আগুন  

রাজধানী ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। অগ্রণী ব্যাংকের স্টাফদের পরিবহনের জন্য বাসটি ব্যবহার করা হয়।  

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ে বাসে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি অগ্নিনির্বাপণ ইউনিট পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি।  

Facebook
Twitter
LinkedIn