২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৮

খিলগাঁওয়ে আফতাব নগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

রাজধানীর খিলগাঁও থানার আফতাবনগর ঝিলপাড় এলাকায় নুরু ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরু ইসলাম ঢাকার কেরানীগঞ্জ রায়েরচর এলাকার আব্দুল করিমের ছেলে।

আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘আমরা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আফতাবনগর তালতলা ঝিলপাড় এলাকায় যাই। সেখানে গিয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাই। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান নুরু ইসলাম আর বেঁচে নেই।’

কে বা কারা তাঁকে পিটিয়েছে এই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি জানিয়ে পুলিশের এই এসআই বলেন, ‘পুরো ঘটনা আমরা তদন্ত করছি। প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় পেয়েছি। তবে এখনও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি বর্তমানে কোথায় থাকতেন এবং কী করতেন সে বিষয়টিও জানা যায়নি।’ 

আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’

Facebook
Twitter
LinkedIn