২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৮
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:২৮

খেলা দেখে হার্ট অ্যাটাক হতে যাচ্ছিলো পাপনের

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে দীর্ঘ ১৫ বছরের পর দেখা হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের। রবিবার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের সঙ্গে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

তবে এই জয়ে খুশি হতে পারেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ-জিম্বাবুয়ের রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারের শেষ বলে থার্ড অ্যাম্পেয়ারের দেওয়া ‘নো বল’ মূলত নাটক জমিয়ে তুলেছিল। যে নাটকে আঁতকে উঠেছেন স্বয়ং বিসিবি সভাপতি। ব্রিসবেনে ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে পাপন বলেন, বাংলাদেশ এমন খেলা দেখে আমার প্রায় হার্ট অ্যাটাক হচ্ছিলো।

বিসিবিপ্রধান বলেন, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলবো না। খালি একটা কথাই বলবো- এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! এটা অতিরিক্ত। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’

শেষ তিন ওভারের সমালোচনা করে পাপন বলেন, ‘গত কয়েক ম্যাচ ধরে আমরা শেষ তিন ওভারে রান করতে পারছি না। অন্যদিকে শেষ তিন ওভাবে অনেক রান দিয়ে দিচ্ছি। এখানে আমাদের উন্নতি করতে হবে।’

বাংলাদেশের লক্ষ্য আর একটি ম্যাচ জেতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, তিনটা ম্যাচ জিতলেই খুশি। পরবর্তী জয় ইন্ডিয়ার সঙ্গেও হতে পারে।’

Facebook
Twitter
LinkedIn