দেশে করোনাভাইরাসের গণটিকার প্রথম ডোজ যারা নিয়েছে তাদের আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, এই কার্যক্রমের আওতায় তিন দিনে প্রায় দুই কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা ২৮ মার্চ থেকে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ পাওয়ার অপেক্ষায় আছেন প্রায় তিন কোটি ৮৬ লাখ মানুষ
গত ২৬ ফেব্রুয়ারিতে একদিনে এক কোটি স্লোগানে দেশে গণটিকা কার্যক্রমের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদফতর। সেদিনই দেশে টিকার প্রথম ডোজ দেওয়ার শেষ তারিখ বলেও ঘোষণা দেওয়া হয়। তবে সারাদেশে গণটিকা কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখে ওইদিন বিকালেই দুই দিন সময় বাড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গণটিকাদান কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করেন।