২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৩০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ২:৩০

গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় সরকার : মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করতেই দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী ক্যাডার’রা হামলা ও হত্যার হুমকি প্রদান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সত্য সংবাদ প্রকাশের জন্য লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও তাকে হত্যার হুমকি প্রদান নিঃসন্দেহে মত প্রকাশের স্বাধীনতার ওপর চরম আঘাত। গণমাধ্যমের স্বরকে নিস্তব্ধ করতেই দৈনিক দিনকাল পত্রিকার লাকসাম প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী ক্যাডার’রা হামলা ও হত্যার হুমকি প্রদান করেছে। মনির আহমেদের ওপর হামলা ও তাকে হত্যার হুমকির মাধ্যমে প্রমাণিত হলো- গণতন্ত্রকে চিরদিনের জন্য কবরস্থ করতে চায় বর্তমান ভোটারবিহীন সরকার।

সংবাদ প্রকাশের জেরে লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও দৈনিক দিনকালের স্থানীয় প্রতিনিধি মনির আহমেদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও তাকে হত্যার হুমকি প্রদানের ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতি প্রদান করে।

এ সময় বিএনপি মহাসচিব গণমাধ্যমের সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে মহান স্বাধীনতার প্রকৃত চেতনা গণতন্ত্র এবং স্বাধীন মত প্রকাশের স্বাধীনতাকে ফিরিয়ে দেয়ার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn