২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৭

গণতন্ত্রকে বাঁচিয়েছে জাতীয় পার্টি: চুন্নু 

গত ৭ জানুয়ারির নির্বাচনে এসে গণতন্ত্রকে জাতীয় পার্টি বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

চুন্নু বলেন, ‘গতবারের মতো এবারও জাতীয় পার্টি সংসদে কার্যকর ভূমিকা রাখবে। সংখ্যায় কম হলেও সংসদে নিয়মিত উপস্থিত থেকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে। জনগনের আশা আকাঙ্খার কথা তুলে ধরবে।’  

জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘অতীতে বিরোধী দলের সদস্য সংখ্যায় বেশি হলেও দিনের পর দিন সংসদ বর্জন করেছে। ফলে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমান বিরোধী দল সংখ্যায় কম হলেও নিয়মিত সংসদে থেকে প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করবে।

Facebook
Twitter
LinkedIn