সরকার গণতন্ত্রের লেবাস পরে একদলীয় শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র সিনিয়ন নেতারা। পরাজয়ের ভয়েই ক্ষমতাসীনরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না বলেও দাবি করেন তারা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, বিদেশে চিকিৎসা নিতে বাধা দিয়ে খালেদা জিয়ার ক্ষতি হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন ও তাঁর সুস্থতা কামনায় বৃহস্পতিবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়ার অনুষ্ঠান করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে যোগ দিয়ে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগের অনীহায় প্রশ্ন তোলেন মঈন খান।
এদিকে, নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ করার সময় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জানান বিএনপি নেতারা।
একই দাবিতে শনিবার নয়াপল্টন হতে পদযাত্রা কর্মসূচিতে ঢাকাবাসীকে অংশ নেয়ার আহ্বানও জানান তারা।