২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫১

গত সপ্তাহের ১৭ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

বিগত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংক ৭.৫০ শতাংশ নগদ ও ২.৫০ শতাংশ বোনাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, এবি ব্যাংক ৫ শতাংশ বোনাস, ন্যাশনাল ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, পিপলস ইন্স্যুরেন্স ৮ শতাংশ নগদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ট্রাস্ট ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, রূপালী ব্যাংক ৫ শতাংশ বোনাস, স্যোসাল ইসলামী ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, ওয়ান ব্যাংক ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস, আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড ৯.৩৮ শতাংশ নগদ, ইসলামী ব্যাংক ১০ শতাংশ নগদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক ১৩ শতাংশ নগদ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে সাউথইস্ট ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২.১৬ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৬.২৯ টাকায়; মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সমন্বিত ইপিএস হয়েছে ২.০৩ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৩.১৬ টাকায়; সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২.১৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৬৮ টাকায়; এবি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ০.১৬ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩১.৬৯ টাকায়; ন্যাশনাল ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.৪১ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৬৮ টাকায়; পিপলস ইন্স্যুরেন্সর সমন্বিত ইপিএস হয়েছে ১.৮৭ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৭.১৪ টাকায়; ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২.৪৬ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৮.৭৭ টাকায়; ট্রাস্ট ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩.৩২ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৯৪ টাকায়; রূপালী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.৩৮ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৪১.১৪ টাকায়; স্যোসাল ইসলামী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.৭১ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৩৮ টাকায়; ওয়ান ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১.৯১ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৯.১২ টাকায়; ইসলামী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৩.৪০ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩৬.৮৮ টাকায়; আল আরাফাহ ইসলামী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২.২৮ টাকা ও সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১.১৩ টাকায়; পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩.৮২ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৩০২.৮০ টাকায়; ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১.৪৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকায় এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৬৪ টাকা ও শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১৭.১১ টাকায়।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করেছে কোম্পানিগুলো। কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট ব্যাংকের এজিএম ১৬ সেপ্টেম্বর, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭ আগস্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৭ সেপ্টেম্বর, এবি ব্যাংকের ২২ সেপ্টেম্বর, ন্যাশনাল ব্যাংকের ১২ অক্টোবর, পিপলস ইন্স্যুরেন্সের ২৪ সেপ্টেম্বর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৩ সেপ্টেম্বর, ট্রাস্ট ব্যাংকের ২৩ আগস্ট, রূপালী ব্যাংকের ৩ সেপ্টেম্বর, স্যোসাল ইসলামী ব্যাংকের ১৫ সেপ্টেম্বর, ওয়ান ব্যাংকের ১৩ আগস্ট, ইসলামী ব্যাংকের ২০ আগস্ট, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩ সেপ্টেম্বর; পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২৪ আগস্ট , ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩ সেপ্টেম্বর এবং আইসিবি ইসলামিক ব্যাংকের এজিএম ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।ঘোষিত লভ্যাংশ বিতরণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিগুলো। এসব কোম্পানির মধ্যে সাউথইস্ট ব্যাংকের ২৮ জুলাই, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২১ জুলাই, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৩ জুলাই, এবি ব্যাংকের ১০ আগস্ট, ন্যাশনাল ব্যাংকের ৯ আগস্ট, পিপলস ইন্স্যুরেন্সের ২৯ জুলাই, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৯ জুলাই, ট্রাস্ট ব্যাংকের ২০ জুলাই, রূপালী ব্যাংকের ১৯ জুলাই, স্যোসাল ইসলামী ব্যাংকের ২৬ জুলাই, ওয়ান ব্যাংকের ১৬ জুলাই, ইসলামী ব্যাংকের ২১ জুলাই, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৩০ জুলাই, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ২০ জুলাই, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৬ আগস্ট এবং আইসিবি ইসলামিক ব্যাংকের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই।

Facebook
Twitter
LinkedIn