Search
৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:১৫

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১৯৪ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৮৩৭ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৩ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৫ লাখ ৪১ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

Facebook
Twitter
LinkedIn