চুয়াডাঙ্গায় গমের ট্রাকে বালুর বস্তা পাওয়ার ঘটনায় মামলায় ১২ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। ওই মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন হৃদয়, রবিউল ও হোসেন। তারা সবাই ট্রাকের শ্রমিক। মামলার অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদকে প্রধান করে চার সদস্যের আরও একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে খুলনা থেকে ছয়টি ট্রাকে পাঠানো ৯৯ হাজার ৮১৬ কেজি গম থাকার কথা থাকলেও ওজন করে গম পাওয়া গেছে ৯৬ হাজার ৪৫ কেজি। তিন হাজার ৭৭১ কেজি গম কম পাওয়া গেছে। ছয়টি ট্রাকে থাকা ২৮টি বস্তায় মিলেছে বালু ও পাথর।