২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৩

গরমে দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ

সারা দেশে বেড়েই চলছে তাপমাত্রা। এমন অবস্থায় রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনসহ সব ধরনের ট্রেন গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন সেকশনের লোকোমাস্টার ও অন্যান্য কর্মকর্তাদেরও সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে।


তীব্র গরমে প্রতিবছরই রেললাইন বেঁকে যাওয়ার একাধিক ঘটনায় ঘটছে দুর্ঘটনা। ফলে এবারও আগে থেকেই সতর্কতা জারি করেছে রেলওয়ে।

Facebook
Twitter
LinkedIn