২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৭

গরম দুধে খেজুর মিশিয়ে খেলে পাবেন পাঁচটি উপকারিতা

সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ একটি আবশ্যক খাবার। দুধের স্বাদ বাড়াতে অনেকেই অনেক কিছু মিশিয়ে নেন। তবে দুধের সাথে যে জিনিসটা মিশিয়ে খেলে পুষ্টিগুণ অনেক বৃদ্ধি পায় সেটা হলো খেজুর।

দুধের মধ্যে দুইটি খেজুর মেশালে কেবল স্বাদ বাড়াতেই নয়, এই পানীয় পুষ্টিগুণেও ভরপুর। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দুর্বল দৃষ্টিশক্তি— একাধিক রোগ-ব্যাধি দূর করতে এই পানীয়টির কোনও জুড়ি নেই। https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=2489342229&adf=1839781251&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1648632828&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Flifestyle%2Fnews%2F61491&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiOTkuMC40ODQ0Ljg0IixbXSxudWxsLG51bGwsIjY0IixbWyIgTm90IEE7QnJhbmQiLCI5OS4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCI5OS4wLjQ4NDQuODQiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCI5OS4wLjQ4NDQuODQiXV0sZmFsc2Vd&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9wYWdlYWQyLmdvb2dsZXN5bmRpY2F0aW9uLmNvbSIsInN0YXRlIjoyOSwiaGFzUmVkZW1wdGlvblJlY29yZCI6dHJ1ZX1d&dt=1648632828681&bpp=11&bdt=750&idt=11&shv=r20220328&mjsv=m202203240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De01f16174c5a6bda-22cc16b16dd1000c%3AT%3D1641986160%3ART%3D1648632363%3AS%3DALNI_MY_MqY3g5SBMB1FGxLDfodOV8zJGg&prev_fmts=0x0%2C728x90%2C1047x280&nras=1&correlator=5986086423160&frm=20&pv=1&ga_vid=2082275298.1641986160&ga_sid=1648632829&ga_hid=1358788081&ga_fc=1&u_tz=360&u_his=21&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=2270&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C44761043%2C31065370%2C31065741%2C31065859%2C31063247%2C21067496&oid=2&pvsid=3760432084274967&pem=161&tmod=1127380242&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Flifestyle%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&xpc=UxP2wUq4q7&p=https%3A//www.bvnews24.com&dtd=17

গ্রীষ্মকালে খুব বেশি শুকনো ফল খাওয়ার পরামর্শ দেন না পুষ্টিবিদরা। তবে পানিতে বা দুধে ভিজিয়ে রাখলে গরমের দিনেও খেজুর খেলে শরীরের ক্ষতি হবে না। দুধের সাথে খেজুর মিশিয়ে খেলে যে উপকারগুলো পাবেন-

রক্ত স্বল্পতা নিরাময় : দুধ ও খেজুর, উভয়ই আয়রনের ভাল উত্স। প্রতি দিন সকালে, খালি পেটে দিনের নির্দিষ্ট সময়ে দুধ এবং খেজুর একসঙ্গে খেতে পারলে রক্তাল্পতার সমস্যা কয়েক দিনের মধ্যেই দূর হবে।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=2489342229&adf=2094448749&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1648632828&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Flifestyle%2Fnews%2F61491&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&adsid=ChEI8P-PkgYQtei6g-rG9eywARI5AB_F-flxoMozf-2xW0AUPdfRl_Qu03Alfdnccqh3SPdq_9Lx7cPQw3ETlzyeVGLbpel77zSd0g7V&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiOTkuMC40ODQ0Ljg0IixbXSxudWxsLG51bGwsIjY0IixbWyIgTm90IEE7QnJhbmQiLCI5OS4wLjAuMCJdLFsiQ2hyb21pdW0iLCI5OS4wLjQ4NDQuODQiXSxbIkdvb2dsZSBDaHJvbWUiLCI5OS4wLjQ4NDQuODQiXV0sZmFsc2Vd&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9wYWdlYWQyLmdvb2dsZXN5bmRpY2F0aW9uLmNvbSIsInN0YXRlIjoyOSwiaGFzUmVkZW1wdGlvblJlY29yZCI6dHJ1ZX1d&dt=1648632828713&bpp=3&bdt=782&idt=3&shv=r20220328&mjsv=m202203240101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De01f16174c5a6bda-22cc16b16dd1000c%3AT%3D1641986160%3ART%3D1648632363%3AS%3DALNI_MY_MqY3g5SBMB1FGxLDfodOV8zJGg&prev_fmts=0x0%2C728x90%2C1047x280%2C916x280%2C344x280%2C344x280&nras=1&correlator=5986086423160&frm=20&pv=1&ga_vid=2082275298.1641986160&ga_sid=1648632829&ga_hid=1358788081&ga_fc=1&u_tz=360&u_his=21&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=1903&biw=1349&bih=568&scr_x=0&scr_y=0&eid=44759876%2C44759927%2C44759842%2C44761043%2C31065370%2C31065741%2C31065859%2C31063247%2C21067496&oid=2&pvsid=3760432084274967&pem=161&tmod=1127380242&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Flifestyle%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=128&bc=31&jar=2022-03-30-09&ifi=5&uci=a!5&btvi=4&fsb=1&xpc=2tg7sPhgjf&p=https%3A//www.bvnews24.com&dtd=226

শরীরের দুর্বলতা দূর করে : গ্রীষ্মের দিনে আমরা অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ি। সারা দিন শরীর চাঙ্গা রাখতে এই পানীয় দারুণ উপকারী। সকালে অফিস যাওয়ার তাড়াহুড়োয় অনেকেই প্রাতরাশ না করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এক গ্লাস দুধের মধ্যে তিন-চারটে খেজুর মিশিয়ে খেলে অনেক ক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। গ্লুকোজ এবং ফ্রুকটোজে ভরপুর খেজুর শরীরে শক্তির জোগান দেয়।

ত্বকে বয়সের ছাপ আসতে দেয় না : খেজুর ও দুধে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট, যা ত্বকের বার্ধক্যজনিত লক্ষণগুলি দূরে ঠেলে দেয়। চুলকানি বা প্রদাহ দূর করতেও এই পানীয় বেশ উপকারী। ঈষদুষ্ণ গরম দুধে চারটি খেজুর মিশিয়ে খেলে ত্বকে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। নিয়মিত খাদ্যতালিকায় এই পানীয় রাখলে ব্রণ, ফুসকুড়ির সমস্যাও দূর হয়। যাদের অতিরিক্ত চুল পড়ছে তারাও এই পানীয় খেতে পারেন।

হজমের সমস্যায় দূর : গরমকালে এমনিতেই কোনও ভারী খাবার খেলে হজমের সমস্যা হয়। অল্প খেলেও কখনো কখনো গ্যাসের সমস্যা হয়। এই সমস্যা দুর করতে দুধ আর খেজুরের মিশ্রণ বেশ উপকারী। খেজুরে প্রচুর মাত্রায় ফাইবার থাকে, তা হজম প্রক্রিয়াকে তরান্বিত করে।

ব্যথা নিরাময় করে : দুধ ক্যালশিয়ামের খুব ভাল উৎস। দুধের সঙ্গে খেজুর মিশিয়ে খেলে হাড় মজবুত হয়। গাঁটের ব্যথার সমস্যা থাকলেও এই পানীয় খেলে সুফল মিলবে।

চোখের সমস্যায় : দৃষ্টিশক্তি ভাল রাখতেও খেজুর দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। চোখে আঞ্জনির হলে এই পানীয় খেলে উপকার পেতে পারেন। যারা একটানা কম্পিউটারের সামনে কাজ করেন তাদেরও চোখের উপর বেশ চাপ পড়ে। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে। এ ক্ষেত্রেও খেজুর দুধ খেতে পারেন।

দৈনন্দিন খাবারের তালিকায় রাখুন ছোটখাটো সব রকমের খাবার। এতেই আসবে সুস্থতা। আর সুষম খাবার মানেই সুস্থ জীবন।

Facebook
Twitter
LinkedIn