২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:০৪

গাজীপুরে তুলার গুদামে আগুন

গাজীপুরের ভবানীপুর এলাকায় একটি কারখানার তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আজ মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল­াহ আল আরেফিন বলেন, ‘ভবানীপুর এলাকায় স্থানীয় সামিন টেক্সটাইল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতার কারণে গাজীপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বর্তমানে গাজীপুর, শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তিনি আরো জানান, তুলার গুদাম হওয়ায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লাগছে। আগুনে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Facebook
Twitter
LinkedIn