২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:২৭

গায়ে হাত তোলার পর্যায়ে গেলে সম্পর্ক আর থাকে না: পরীমনি

গেল বছরের শেষ দিনে থার্টি ফার্স্ট নাইটের শুভেচ্ছা জানাতে এক স্ট্যাটাস দিয়ে রীতিমত আলোড়ন সৃষ্টি করেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও টক অব দ্য টাউন এই নায়িকা। নতুন বছরের প্রথম প্রহরে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। আর তাতেই সবার মনে উঁকি দিয়েছে নানা প্রশ্নের।

কারণ নববর্ষের শুভেচ্ছার সাথে পরীমনি যেই দুটি ছবি জুড়ে দিয়েছেন, তাতে ছোপ ছোপ রক্তের দাগ। অভিনেত্রী জানিয়েছেন, তিনি আসছেন সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলন না করলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা।

নিজের ফেসবুকে পরীমনি লিখেন, একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে, বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন, শত কোটি বার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমতো দারুন এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো।

তিনি আরও লিখেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এত দিন আমার এফোর্টে টিকে ছিলো শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকেনা। স্রেফ বিষ্ঠা হয়ে যায়। রাজ্যের দিকে তাকিয়ে বার বার সব ভুলে যাই। সব ঠিক করার জন্যে পরে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে! না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

সবশেষে পরী লিখেন, রাজ এখন শুধু আমার প্রাক্তন-ই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সম্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে তার ভাষ্য, সম্মানিত গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন আশা করছি। আমাকে একটু সময় দিন। শারীরিক ভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে……!

Facebook
Twitter
LinkedIn