২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৮

গুরুতর অসুস্থ খালেদা জিয়া, সিসিইউতে ভর্তি

ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। 

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, গুরুতর অসুস্থ হওয়ায় ম্যাডামকে জরুরি রাত ৩টায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। 

জানা গেছে, রাত ১২টার দিকে তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় আড়াই ঘণ্টা পর্যবেক্ষণ শেষে তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে রাত আড়াইটার কিছু সময় পর ছোটভাই সাঈদ এস্কান্দারের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। ভর্তি করা হয় সিসিইউতে।

Facebook
Twitter
LinkedIn