২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৭

গোপালগঞ্জে মুখোমুখি বিএনপির দুই নেতা, নেপথ্যে যে কারণ

গোপালগঞ্জে কেন্দ্রীয় বিএনপির দুই নেতার বিরোধ এখন প্রকাশ্যে। কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুখোমুখি অবস্থানে দ্বিধায় নেতা-কর্মীরা। কেন্দ্রীয় বিএনপির এই দুই নেতা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। 

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্ বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। আর বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহের বিরুদ্ধে সুবিধাবাদী আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রোভাইড করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবরাশুর ইউনিয়নের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্’র কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ্ এ প্রতিবেদককে বলেন, বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকার সাধারণ মানুষকে মামলা-হামলার ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে। নিরীহ লোকজন ভয়ে কিছু বলতে পারছে না। বিএনপি এমন কর্মকাণ্ড কখনই মেনে নিবে না। দলের কো-চেয়ারম্যান তারেক রহমান এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn