১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৫
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৫

গোল্ডেন ডাক বাবর আজমের

টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাটিং করছে পাকিস্তান।  রানের খাতা খোলার আগেই নিজের খেলা প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন অধিনায়ক বাবর আজম।

দ্বিতীয় ওভারে আর্শদ্বীপ সিংয়ের করা প্রথম বল ফন্টফুটে খেলতে এসে ইনসুইংগারে পরাস্ত হন। বল আঘাত হানে বাবরের সামনের প্যাডে। ভারতের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। বাবর খুব দ্রুত রিভিউয়ের সিদ্ধান্ত নেন। রিভিউতে সিদ্ধান্ত পাকিস্তানের বিপক্ষে যায়। গোল্ডেন ডাক নিয়েই ফিরতে হয়েছে।

বৃষ্টির কারণে মেলবোর্নের মাঠে আজ খেলা গড়ানো নিয়ে ছিল ব্যাপক অনিশ্চয়তা। সম্ভাবনা ছিল খেলা ভেস্তে যাওয়ারও। কিন্তু সেসব অনিশ্চয়তাকে পেছনে ফেলে মাঠে নেমেছে দুদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫২ রান। বাবরের পর ৪ রান করে আউট হয়েছেন রিজওয়ান।

Facebook
Twitter
LinkedIn