Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৮:০৭

ঘটনাস্থলের নমুনার সঙ্গে ৮ আসামির ডিএনএ’র মিল

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় ৮ আসামির ডিএনএর সঙ্গে ঘটনাস্থলের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। রোববার রাতে ডিএনএ রিপোর্ট হাতে পায় পুলিশ। মিল পাওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের। এছাড়াও তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই চার্জশিট দেয়া হবে এবং বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, ২৫শে সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে সিলেট এমসি কলেজের হোস্টেলে ছাত্রলীগের এই নেতকর্মীরা ঘুরতে আসা ওই গৃহবধূকে গণধর্ষণ করে। নির্যাতিতার স্বামী বাদী হয়ে এসএমপির শাহপরাণ থানায় মামলা করেন।

Facebook
Twitter
LinkedIn