৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪১
৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪১

ঘটনা ঘটে গেলে বড় বড় পরামর্শ দেন বিশেষজ্ঞরা: তাপস

আমাদের বিশেষজ্ঞরা ঘটনা ঘটে গেলে অনেক বড় বড় পরামর্শ দিতে পারেন বলে উল্লেখ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে রাজধানীর পান্থকুঞ্জ বক্স কালভার্ট পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন এবং পান্থকুঞ্জ এসটিএস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, আপনারা জানেন আমরা এরইমধ্যে সমন্বিতভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছি। যার ফলশ্রুতিতে সম্পূর্ণরূপে আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। আল্লাহর রহমতে গত মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো প্রাণহানি ঘটেনি। তবে আমরা অতীতে লক্ষ্য করেছি ডেঙ্গু মশার প্রভাব সেপ্টেম্বর নাগাদ শেষ হয়ে যেতো। তবে এবার সেটা না হয়ে ডিসেম্বর পর্যন্ত ছিল।

‘বিশেষজ্ঞরা আমাদের কে বলেছিলেন, ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরাও সেটা চালিয়ে গিয়েছি। কিন্তু দেখা গিয়েছে ডিসেম্বর থেকে শীত মৌসুম আসার সঙ্গে সঙ্গেই ডেঙ্গুর প্রকোপ কমে গিয়ে কিউলেক্স মশার প্রকোপ বাড়ে। সুতরাং আমি বলবো এখানে পরামর্শ এবং মতামতের কিছু ঘাটতি ছিল। পুরো ডিসেম্বরজুড়ে ডেঙ্গু মশার বিরুদ্ধে কাজ করায় কিউলেক্স মশার জন্য পরিপূর্ণভাবে কাজ করা যায়নি। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার তাপস বলেন, আমি একটি বিষয় সুস্পষ্ট করতে চাই, আমাদের বিশেষজ্ঞরা যারা আছেন, তারা ঘটনা ঘটে গেলে অনেক বড় বড় পরামর্শ দিতে পারেন। আগে আমাদের করণীয় কী সেই বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ পাই না। ডেঙ্গুর প্রকোপ যেহেতু ছিল তাই আমাদের বলা হয়েছিল ডিসেম্বর পর্যন্ত কার্যক্রম চালিয়ে নিতে। কিন্তু আসলে সেই কৌশল ভুল ছিল। শীত আসার সঙ্গে সঙ্গে আমাদের কে কিউলেক্স মশার বিরুদ্ধে কার্যক্রম নেওয়া উচিত ছিল।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা খালগুলোর যদি আরও দুমাস আগে পেতাম, তাহলে খালগুলো থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করতে পারতাম। ফলে কিউলেক্স মশার প্রভাব আস্তে আস্তে কমে যেত। আমরা কৌশলের পরিবর্তন করেছি, সকালে মশার বিরুদ্ধে আমাদের চারঘণ্টায় কার্যক্রম চলছে, বিকেলের কার্যক্রম বাড়ানো হচ্ছে। আমি আশাবাদী আগামী দুই সপ্তাহের মধ্যে কিউলেক্স মশার নিয়ন্ত্রণে চলে আসবে। তবে ডেঙ্গু মশার জন্য আমাদের কৌশলের পরিবর্তন করে এপ্রিল থেকেই কার্যক্রম শুরু করবো। এর আগে মেয়র জিরানি খালের নন্দীপাড়া ব্রিজ পরিদর্শন করেন।

এ সময় ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn