২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪৮

ঘরমুখো ঢাকাবাসী

শেকড়ে ঈদ উদযাপনের ট্রেনযাত্রা শুরু হয়েছে আজ থেকে। যাত্রার প্রথমদিন বুধবার কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। কয়েকটা ট্রেন বিলম্বে ছেড়ে গেলেও স্বস্তিতে আগে ভাগে বাড়ি ফিরছেন মানুষ। 

এদিকে, সড়ক পথেও বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। বাস টার্মিনালগুলোতেও ঈদযাত্রার ভিড় দৃশ্যমান

ঈদ উল ফিতর উদযাপনে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। এজন্য রেলপথকেই পছন্দের শীর্ষে রেখেছেন তারা। যারা ২৪ শে মার্চ অনলাইনে টিকিট কেটেছেন তারাই ঈদযাত্রার প্রথমদিন বুধবার ভ্রমণ করছেন ট্রেনে। পরিবার ও স্বজনদের সাথে ঈদ করতে যেতে পেরে খুশি যাত্রীরা। 

তবে বিনা টিকিটে কেউ যেন ট্রেনে ভ্রমণ করতে না পারে, সেজন্য টিকিট ও এনআইডি চেক করে যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেয়া হয়। 

ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, দুয়েকটি ট্রেন ছাড়া সব ট্রেনই সঠিক সময়ে ঢাকা ছেড়ে গেছে। এদিন  ৪২ জোড়া নিয়মিত ট্রেন ঢাকা আসা যাওয়া করছে। 

এদিকে, সড়ক পথেও বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষ। টার্মিনালগুলোতে তাই ভিড় বাড়লেও প্রতিটি বাস সময়মতো ছেড়ে গেছে বলে জানান বাস কাউন্টারের কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn