২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:৩২

ঘূর্ণিঝড় ‘মোচা’ কি আসছে?

র্ণিঝড় ‘মোচা’ কি আসছে? না কি আসছে না? এই প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দিল ভারতের আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় যদি আসে তবে তার খুব বেশি দেরি নেই।

আগামী ১১ মে-র মধ্যে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে এবং ১১ থেকে ১৫ মে-র মধ্যে তা উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির মোচা নাম দিয়েছে ইয়েমেন।

ভারতের আবহাওয়া অফিসের কথায়, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা আরো শক্তি সঞ্চার করলে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ওই নিম্নচাপ আরো শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না সে দিকে নজর রাখা হচ্ছে।

এদিকে চলতি মাসে এই ঘূর্ণিঝড় সৃষ্টি ছাড়াও এ মাসে আবারো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এই মাসে রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যারও সৃষ্টি হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো: আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।

Facebook
Twitter
LinkedIn