২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪১

ঘোষনগর বাজারে প্রতিদিন ভোরে থেকে বসে পাকা কাঁঠালের হাঁট

যশোরের বাঘারপাড়া উপজেলার ঘুনী-ঘোষনগর বাজারে প্রতিদিন ভোরে থেকে বসে পাকা কাঁঠালের হাঁট । আশপাশের ৬/৭ টি গ্রামের মানুষ প্রতিদিন তাদের গাছ থেকে পাকা কাঁঠাল গুলো নিয়ে আসেন বিক্রি করার জন্য । স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদীন, কানু অধিকারী, উজ্জ্বল অধিকারী, আলি হোসেন সহ কয়েকজন বলেন, প্রতিদিন তারা দুই থেকে তিন ট্রাক কাঁঠাল কিনে খুলনা, দৌলতপুর, বাগেরহাট সহ বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকে । তাছাড়া বহিরাগত অনেক ব্যবসায়ী ও আসেন । সব মিলিয়ে প্রতি দিন এই বাজারে এক থেকে দেড় লাখ টাকার পাকা কাঁঠাল বিক্রি হয় । # প্রতিবেদক> : সাঈদ ইবনে হানিফ ‌ :

Facebook
Twitter
LinkedIn