২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:১২
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:১২

চট্টগ্রামে পৌঁছেছে আফছারুল আমীনের মরদেহ

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের মরদেহ ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছে। আজ (শনিবার) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার তাঁর মরদেহ নিয়ে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে অবতরণ করে।

চট্টগ্রামে মরদেহ গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় চট্টগ্রাম জেলা প্রসাশক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে ডা. আফছারুল আমীনের প্রথম নামাজে জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আসরের নামাজের পর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর কাট্টলী পি এইচ আমীন একাডেমি স্কুল প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে দক্ষিণ কাট্টলী মো. হোসেন চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান আফছারুল আমীন। সবশেষ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শুক্রবার বিকেলে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার।

চট্টগ্রামের দক্ষিণ কাট্টলীতে ১৯৫২ সালের জানুয়ারিতে জন্মগ্রহন করেন আফছারুল আমীন। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook
Twitter
LinkedIn