২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৩

চট্টগ্রামে ১৫ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়ে একটি দোকান থেকে প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে সিরাজ স্টোরের গুদাম থেকে এসব তেল জব্দ করা হয়।

এ সময় দোকান মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। সোমবার দুপুরে বন্দরনগরীর পাহাড়তলী বাজারে অভিযানে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান শেষে সিরাজ স্টোরের দুইটি গুদাম থেকে তারা ১ হাজার কার্টুন বোতলজাত সয়াবিন তেল জব্দ করে। সেখানে ১৫ হাজার লিটার তেল পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ঈদের আগেই পাহাড়তলী বাজারের সিরাজ স্টোর ১ হাজার কার্টুনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে। বসুন্ধরা ব্র্যান্ডের এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে গুদামে রেখে দিয়েছেন তারা।

তিনি আরো বলেন, আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছেন দোকান মালিক। আমরা এসব তেল জব্দ করেছি।

ভোক্তা অধিকার কর্মকর্তাদের দাবি, বাজারে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করে কৃত্রিম সংকট তৈরি করতে সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন দোকান মালিক।

Facebook
Twitter
LinkedIn