চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফররত শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনেও দাপট দেখাচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বাংলাদেশের পক্ষে একমাত্র অর্জন দিনেশ চান্দিমালের উইকেট। বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দেন সাকিব আল হাসান। অফ স্টাম্পের বাইরে তাঁর ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছেন লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০৪ বলে ৫৯ রান করা দিনেশ চান্ডিমাল।
সবশেষ ক্রিজে ব্যাট করছেন ১০৮ বলে ৭০ রান করা ধনঞ্জয় ডি সিলভা এবং ৩৫ বলে ১৫ রান করা কামিন্ডু মেন্ডিস। শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেট হারিয়ে ৪০৯।
প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৩১৪ রান। শনিবার (৩০শে মার্চ) প্রথম দিনে বাংলাদেশের বোলারদের উপর দাপট দেখিয়েছে শ্রীলঙ্কার ব্যাটাররা।
এরআগে অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি শ্রীলঙ্কার উইকেটকিপার কুশল মেন্ডিস। সাকিবের বলে মিরাজের হাতে তালুবন্দি হওয়ার আগে করেছেন ৯৩ রান। এই রান করতে খেলেন সমান ১৫০টি বল।