১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫৪

চলছে মুখে খাওয়ার কলেরা টিকা- ক্যাম্পেইন

শুরু হয়েছে কলেরা টিকাদান ক্যাম্পেইন। প্রতি ওয়ার্ডের থানাভিত্তিক জোন গুলোতে এই সেবা পাওয়া যাবে। যে কোন প্রাইমারী, হাইস্কুল, কলেজ প্রাঙ্গণ, কাউন্সিলর অফিস, সিটি হেলথ কেয়ারের সন্মুখে “কলেরা টিকাদান ক্যাম্পেইন -২০২২ লেখা ব্যানার দেখলেই বিনামূল্যে ২ ডোজের টিকা দেয়া যাবে। সেবাকর্মীরা একটি কার্ডে আপনার তথ্য লিপিবদ্ধ করেই তবে, আপনাকে, টিকাদান করবে। ভয়ের কিছু নেই। এই টিকা মুখে খেতে হয়। শিশুদের পোলিও টিকা খাওয়ার মত। ১ম ডোজ দিলে ২য় ডোজের ঘর ফাঁকা থাকবে। আবার ২য় ডোজ কবে খাবেন অবশ্যই সেটা জেনে যাবেন। আর মনে রাখবেন, *কলেরা টিকা গ্রহণের ১৪ দিন আগে ও ১৪ দিনের মধ্যে অন্য কোন টিকা নেয়া যাবে না। করোনা ভাইরাসের টিকাও না। ১ বছর এবং তদুর্ধ সব বয়সের সবার জন্যই কলেরা টিকা নেয়াটা অবশ্যই জরুরি। ডায়রিয়া কলেরার প্রকোপ থেকে রক্ষা পেতে – রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই ক্যাম্পেইনটি চালু করেছে। সেবা ও পরামর্শ  ০১৩২৪৫৫২৫৪৩ অথবা ০১৩২৪৫৫৭২৪৭ নাম্বারে পাওয়া যাবে।

মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি

অভিযোগ নিউজ বিডি ২৪ | OVIJOG NEWS BD 24
Facebook
Twitter
LinkedIn