বিশ্বকাপের চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সাইথ-আফ্রিকান হার্ট হিডার রিলি রোসো। বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাকান রোসো। মাত্র ৫২ বলে ৭ চার ৬ ছয়ে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
বাংলাদেশকে রানের পাহাড়ে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের শুরুতেই নাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ধাক্কাটা তারা সামলে নিয়েছে খথুব সহজেই। এরপর সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে টেম্বা বাভুমার দল। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ (বৃহস্পতিবার) টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
প্রথম ওভারে তাসকিন আহমেদের হাত ধরে শুরুটা ভালোই হয় দলের। সে ওভারে ২ রান খরচায় টেম্বা বাভুমাকে বিদায় করেন তিনি।
বাভুমা শুরু থেকেই খানিকটা নড়বড়ে ছিলেন। ইনিংসের ষষ্ঠ বলে তাকে বিদায় করেন তাসকিন। তার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। প্রোটিয়া অধিনায়কের সেই ক্যাচটা ধরতে তেমন সমস্যাই হয়নি নুরুল হাসানের। দলীয় ২ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা।
পরের ১০ ওভারে বাংলাদেশ আর কোনো সাফল্য পায়নি। কুইন্টন ডি কক আর রাইলি রুশো মিলে গড়েছেন প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ১১৫ রানের বিশাল এক জুটি। সেই জুটিই এখনো ভাঙতে পারেননি সাকিবরা। এই জুটি ভাঙার তাড়নায় দুটো রিভিউই ইনিংসের সপ্তম ওভারে খুইয়ে বসে সাকিব আল হাসানের দল।
সিডনির এই ম্যাচে কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ একাদশে এক পরিবর্তন এনেছে। মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বির জায়গায় খেলছেন মেহেদি মিরাজ। দক্ষিণ আফ্রিকা একাদশে পেসার লুঙ্গি এনগিডির জায়গায় খেলাচ্ছে লেগ স্পিনার তাবরেজ শামসিকে।