২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৬

চাকুরিচ্যুত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে, যশোরের (ঘুনী) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হযরত আলীকে চাকুরিচ্যুত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৫ নভেম্বর দুপুরে সদর উপজেলার ঘুনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । এসময় , অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের জনৈক ছাত্রীর সাথে অনৈতিক আচরণের প্রতিবাদ করে বক্তারা বলেন , ইতিপূর্বে ও শিক্ষক হযরত আলী, বিরুদ্ধে বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীর সাথে যৌন হয়রানির মত কর্মকাণ্ড ঘটানোর অভিযোগ রয়েছে। যা মাধ্যমিক শিক্ষা অফিসার অবহিত করা হয়েছে। সাঈদ ইবনে হানিফের রিপোর্ট ।– #

Facebook
Twitter
LinkedIn