২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৬

চার কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

ad footpath

পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস ও ইস্টার্ন হাউজিং লিমিটেড। এর মধ্যে তিন কোম্পানি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিক ও ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৩ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৬ সেপ্টেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে।

ইস্টার্ন হাউজিং লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় গত ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিতে পারে। 

Facebook
Twitter
LinkedIn