২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৮

চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

মৌলভীবাজারে জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর মজুরি বাড়ানোর দাবি বিবেচনার আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চা শ্রমিকরা। রোববার রাতে মৌলভীবাজারে জেলা প্রশাসকের সাথে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান চা শ্রমিক ইউনিয়নের নেতারা। আপাতত পূর্বের ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন তারা।

দৈনিক মজুরি ৩শ’ টাকা করার দাবিতে গত ১৩ই আগস্ট থেকে টানা কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। দাবি দাওয়া নিয়ে কয়েক দফা আলোচনা শেষে দৈনিক মজুরি ১৪৫ টাকা করার পর শনিবার কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছিলো। কিন্তু, এই সিদ্ধান্তে শ্রমিকদের সব পক্ষ একমত না হওয়ায় আবারও কর্মবিরতিতে যায় শ্রমিকরা। পরে রোববার আবারও শ্রমিকদের সাথে বৈঠকে বসেন মৌলভীবাজার জেলা প্রশাসন। 

Facebook
Twitter
LinkedIn