ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে সরাসরি হাসতাপালে যেতে হয় রোহিত শর্মাকে। সেখান থেকে ফিরে দেখেন তার দল পরাজয়ের দুয়ারে।
দলকে উদ্ধারে হাতে ব্যথা নিয়েই মাঠে নেমে পড়েন অধিনায়ক রোহিত। ২৮ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেও পারেননি দলকে কাঙ্খিত জয় উপহার দিতে।
হাতের চোট নিয়ে খেলতে নেমে বিপাকে পড়েছেন রোহিত শর্মা। শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে তার খেলা হচ্ছে না। ১৪ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। টেস্ট সিরিজেও তার খেলা অনিশ্চিত।
বিষয়টি নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেন, দলে বেশ কয়েকজনের চোটের সমস্যা রয়েছে। যা মোটেই ভালো নয়। পরের ম্যাচে রোহিত, দীপক চাহার এবং কুলদীপ সেন খেলতে পারবে না। কুলদীপ এবং দীপক সিরিজ থেকেই ছিটকে গেছেন।
রাহুল দ্রাবিড় আরও বলেন, রোহিত শর্মা পরের ম্যাচে খেলতে পারবে না। আপাতত মুম্বাইয়ে ফিরে যাচ্ছেন। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ করে দেখা হবে চোট কতটা গুরুতর। টেস্ট সিরিজের জন্য ও ফিরে আসবে কিনা, আমি নিশ্চিত নই। টেস্ট সিরিজের বিষয়ে বলতে পারব না। তবে পরের ম্যাচে যে ও থাকছে না, তা নিশ্চিত।
চোক্রান্ত রোহিতের সাহসী ইনিংস নিয়ে কোচ বলেন, অসাধারণ এক ইনিংস খেলে গেল রোহিত। ও যে সাহস দেখাল, তা অবিশ্বাস্য। হাড় সরে গিয়েছিল। হাসপাতালে গিয়ে হাড় সেট করে সেলাই করে কয়েকটা ইনজেকশন নিতে হয়। ম্যাচের ওরকম পর্যায়ে নেমে এমন হাত নিয়ে খেলা কঠিন।