ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে রওনা হন তিনি। মির্জা আলমগীরের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান মানবজমিনকে জানান, সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার নিয়মানুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। পরে তিনি চিকিৎসক দেখাবেন। ৭৩ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করার তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০১৯ সালের ৪ঠা অক্টোবর ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।