Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৩১

চীনের সঙ্গে ২০টি সমঝোতা স্মারক সই হবে

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে দুই দেশের মধ্যে ২০টি সমঝোতা স্মারক সই হতে পারে। তবে এই সফরে দুই দেশের মধ্যে কোন চুক্তি হবার সম্ভাবনা নেই।

তিনি আজ রবিবার (৭ই জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (৮ই জুলাই) বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।  সফরকালে ২০ থেকে  থেকে ২২টি সমঝোতা স্মারক সই হবার কথা আছে। এছাড়াও বেশ কয়েকটি নতুন প্রকল্প উদ্বোধন হতে পারে।  

হাছান মাহমুদ জানান, প্রধানমন্ত্রী ১০ই জুলাই বিকেলে চীনের প্রেসিডেন্টের সংগে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় রিজার্ভ  বাড়াতে চীনের সহযোগিতা চাওয়া হবে কিনা – এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ এ বিষয়ে কোন প্রস্তাব দিয়েছে কিনা তা তাঁর জানা নেই।

Facebook
Twitter
LinkedIn