চীনের পূর্বাঞ্চলীয় নানজিং শহরে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪৪ জন। খবর এএফপির
শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য দিয়েছে শহরটির স্থানীয় কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, গত শুক্রবার ভোর রাতে ওই ভবনটিতে আগুন লাগে এবং প্রাথমিক তদন্ত শেষে ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত ভবনের দ্বিতীয় তলা থেকে, যেখানে ইলেকট্রিক মোটরসাইকেল রাখা হতো। ওই ভবনটি নানজিং শহরের ইউহুয়াতাই জেলায় অবস্থিত। ৮০ লাখ লোক অধ্যুষিত নানজিং শহরটি সাংহাই নগরী থেকে ২৬০ কিলোমিটার উত্তর-পূর্বে। শুক্রবার ভোর ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং উদ্ধার ও তল্লাশি তৎপরতা শেষ হয় দুপুর ২টায়। তারা জানান, ৪৪ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।