২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২২

চীনে পৌঁছেছেন পুতিন

দুইদিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান তিনি। পঞ্চম দফায় রাশিয়ার  প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটাই পুতিনের প্রথম বিদেশ সফর।

সফরকালে পুতিন আজ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। দুই দেশের সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপন করবেন তাঁরা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাতকে ‘পুরনো বন্ধুদের মধ্যে সংলাপ’ বলে অভিহিত করেছেন পুতিন। বেইজিং সফরের প্রাক্কালে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়াকে দেয়া একটি সাক্ষাৎকার এ কথা বলেন তিনি। এতে ইউক্রেন-সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের পরিকল্পনায় তাঁর সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন পুতিন। প্রয়োজনে ইউক্রেন সরকারের সাথে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। 

ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন। এ পরিস্থিতিতে চীন-রাশিয়ার দুই শীর্ষ নেতার বৈঠকের দিকে তীক্ষè নজর রাখছে পশ্চিমা বিশ্ব।

Facebook
Twitter
LinkedIn