Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:০৬

চীনে ভয়াবহ বন্যা, মৃত্যু ৪ জনের

ভয়াবহ বন্যা নেমেছে চীনের দক্ষিণাঞ্চলে। এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের। নিখোঁজ ১০ জন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের দক্ষিণাঞ্চলের প্রদেশ। গুয়াংডংয়ের প্রধান প্রধান নদী, জলপথ, জলাধার পানিতে টইটম্বুর হয়ে গেছে।

বন্যার ঝুঁকিতে প্রদেশটির ১২ কোটি ৭০ লাখ মানুষ। এরই মধ্যে এক লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। 

গুয়াংডংয়ের কর্মকর্তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিভাগ এবং পৌরসভাগুলোকে প্রাকৃতিক বিপর্যয় এড়াতে জরুরি পরিকল্পনা নেয়ার আহ্বান জানিয়েছে। দুর্যোগে পড়া মানুষের খাবার, কাপড়, পানি এবং নিরাপদ আশ্রয় নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। দেয়া হয়েছে দুর্যোগ মোকাবিলা তহবিল।

Facebook
Twitter
LinkedIn