২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৫

চীনে ভয়াবহ ভূমিকম্প; নিহত ১৪৯

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে ভূমিকম্প। এবার চীনের উত্তরপশ্চিমাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন দুজন।

সোমবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গানসু প্রদেশে ভূমিকম্পটি প্রথম আঘাত হানে, যাতে পার্শ্ববর্তী কিংহাই প্রদেশেও ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় প্রদেশেই অসংখ্য ভবন ভেঙে পড়েছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েই চলছে। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের গানসু এবং কিংহাই প্রদেশে। এ দুটি অঞ্চলে হুই জনগোষ্ঠীর বসবাস। এর মূলত মুসলিম সংখ্যালগু। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গানসু এলাকা। ভূমিকম্পের আঘাতে ২ লাখ ঘরবাড়ি ধসে পড়েছে। এছাড়া ভাঙার অবস্থায় রয়েছে আরও ১৫ হাজার বাড়িঘর। 

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে এখানকার ১ লাখ ৪৫ হাজার বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছে। ভূমিকম্পে এ প্রদেশে ১১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৭৮১ জন। গানসুর পশ্চিমে কিংহাই অবস্থিত। ভূমিকম্পে এখানে ৩২ জন নিহত হয়েছে।  

ভূমি থেকে কম গভীরে ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: রয়টার্স

Facebook
Twitter
LinkedIn