শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ইনজুরি আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা বাড়ছে বাংলাদেশের। এমনিতেই ইনজুরিতে আছেন তাসকিন, শরিফুল ও এবাদত। এবার সেই তালিকায় যোগ হয়েছে মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।
রোববার ডিপিএলের ম্যাচে চোট পান মুশফিক ও মিরাজ। বিকেএসপির ৪ নম্বর মাঠে শেখ জামাল-প্রাইম ব্যাংক ম্যাচে এমন খারাপ খবর আসে। মুশফিক ও মিরাজ খেলছেন শেখ জামালের হয়ে।
আগে ব্যাট করতে নেমে শেখ জামাল করেছে ২৩২ রান। জবাবে প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ের সময় চোট পান মুশফিক আর মিরাজ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান মুশফিক। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি।
ইনিংসের ১৭তম ওভারে তামিমের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতেই কনুই আঙুল ফেটে যায় মিরাজের। সাথে সাথে মাটতে লুটিয়ে পড়েন এই অলরাউন্ডার। দ্রুত ড্রেসিং রুমে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ সময় মিরাজকে ব্যথায় কাতরাতে দেখা যায়।